Latest Updates From Facebook
Wednesday, July 18, 2012
আবিদ স্মরণে 'তুমি রবে নিরবে' আজ এনটিভিতে
আকাল প্রয়াত কণ্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান খ্যাত মিনা আবিদ শাহরিয়ারের ২৬তম জন্মবার্ষিকী আজ ১৮ জুলাই।আজ এনটিভি শিল্পীর স্মরণে বিশেষ টক শো ‘তুমি রবে নিরবে’ সম্প্রচার
করবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল।অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা।
অনুষ্ঠানটির বিষয়ে মোস্তফা বলেন,‘আবিদ স্মরণে এই অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন অনুপ ভট্টাচার্য্য। তিনিই ক্লোজআপ-এ মাঠপর্যায়ের বিচারক ছিলেন। তিনিই আবিদকে খুঁজে বের করেন। আর পুতুল ছিলেন তার
বন্ধু ও সহশিল্পী।’
তিনি আরও বলেন, এ অনুষ্ঠানে আবিদ সম্পর্কে বলেছেন শিল্পী কুমার বিশ্বজিৎ, সুজিত
মোস্তফা, আবিরের বাবা-মা, ছোট ভাই মিনা বাঁধন শাহরিয়ার, গানের শিক্ষক ও কাছের বন্ধুরাও
কথা বলবেন। এতে ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার আবিদের ফুটেজগুলোও দেখানো হবে।
অনুষ্ঠানটি এনটিভিতে প্রচারিত হবে ১৮ জুলাই রাত ৯ টায়।
ক্লোজআপ ওয়ান তারকা আবিদ গত বছরের ২৯ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতে এক দুর্ঘটনায় মারা যান।
Monday, July 16, 2012
জন্মদিনে আবিদের গান নিয়ে অ্যালবাম
ক্লোজআপ ওয়ান তারকা প্রয়াত
মিনা আবিদ শাহরিয়ারের
জন্মদিন ১৮ জুলাই।
এই দিনটি উপলক্ষে বেরোচ্ছে আবিদের গাওয়া গান নিয়ে অ্যালবাম হে বন্ধু হে প্রিয়।
গানগুলো আবিদ বিভিন্ন সময়
মঞ্চে গেয়েছিলেন।সেখান থেকেই সংগ্রহ করা। থাকছে আবিদ এবং তাঁর সংগীতজীবন নিয়ে নানা কথা। অ্যালবামের শিরোনাম গানটি আবিদকে উৎসর্গ করে গেয়েছেন তাঁরই ছোটভাই মিনা বাঁধন শাহিরয়ার।
অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধান করছেন আবিদের বাবা মিনা মিজানুর রহমান। তিনি বললেন,
‘স্টুডিওর গানের অভিজ্ঞতা একরকম। কিন্তু মঞ্চে আবিদ কেমন গান করত—তা এই গানগুলোর মধ্য দিয়ে শ্রোতারা বুঝতে পারবেন। আবিদের
প্রতি ভালোবাসা জানাতেই তার ২৬তম জন্মদিনে এই অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছি। শ্রোতারা এই গানগুলোর মধ্য
দিয়ে আবিদকে অনুভব করতে পারবেন।’জানালেন, ফাহিম মিউজিক থেকে অ্যালবামটি বাজারে আসবে জুলাই মাসের শেষ
দিকে।
গত বছরের ২৯ জুলাই কক্সবাজার সমুদ্রসৈকতে এক দুর্ঘটনায় মারা যান আবিদ।
Friday, July 13, 2012
Closeup 1 star liza's 2nd solo LIZA PART-1:এলো ক্লোজআপ ওয়ান তারকা লিজার এলবাম লিজা পার্ট-১
২০০৮ সালের ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন ময়মনসিংহের মেয়ে সানিয়া সুলতানা লিজা’র দ্বিতীয়
একক অডিও অ্যালবাম ‘লিজা পার্ট-১’ এখন বাজারে। জি-সিরিজের ব্যানারে ১২
মে বৃহস্পতিবার লিজার নতুন এ
অ্যালবামটি সারা দেশে প্রকাশ পায়।
লিজার একক এ অ্যালবামে রয়েছে মোট ৯ টি গান।সবগুলো গানের সুর-সঙ্গীতয়োজন করেছেন
কন্ঠশিল্পী ও সঙ্গীতাযোজক তৌসিফ।
দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশ
পাওয়া নিয়ে উচ্ছ্বসিত লিজার বলেন, ‘খুবই ভালো লাগছে। কোন শব্দ বা বাক্যে এ অনুভূতি প্রকাশ করা কঠিন। আমার বিশ্বাস
‘শ্রোতারা এ অ্যালবামটি পছন্দ করবেন। গানের মাধ্যমেই আমি তাদের হৃদয়তন্ত্রিতে গেঁথে থাকতে চাই।’
লিজা আরো জানান, ১৩ মে শুক্রবার তিনি ইতালির
উদ্দেশ্যে দেশ ছাড়বেন। সেখানে প্রবাসী বাঙালিদের আয়োজনে বেশ কয়েকটা অনুষ্ঠানে পারফর্ম
করে এক সপ্তাহের মধ্যেই ফিরবেন দেশে।’
এ অ্যালবামটি প্রকাশের আগেই একটি গানেরtব্যয়বহুল মিউজিক ভিডিওতে অংশ নেন লিজা।
‘নেশা নেশা’ নামের ওই আইটেম গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয় বেইলি রোডের জাতীয়
চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তর ( ডিএফপিতে)।
ফয়সাল রাব্বি কীনের কথায় এ গানটির সুর-সংগীতায়োজন করেন তৌসিফ।
Saturday, July 7, 2012
Closeup 1,2012 coming soon on Ntv:ক্লোজ আপ ওয়ান ২০১২ আসছে এনটিভিতে
আনুষ্ঠনিক ঘোষণার মধ্য দিয়ে আবার শুরু হলো দেশ জুড়ে আলোড়ন জাগানো গানের প্রতিযোগিতা ‘ক্লোজ আপ ওয়ান ২০১২- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’(Closeup 1 tomakei khujse bangladesh 2012)।এবারের আয়োজনের রেজিস্ট্রেশন শুরু হবে আসছে ঈদের আগেই এবং ঈদের পর শুরু হবে বাঁচাই পর্ব।ইউনিলিভার (বাংলাদেশ) লিমিটেডের আয়োজনে এই রিয়েলিটি শোর টেলিভিশন পার্টনার হিসেবে রয়েছে বরাবরের মতই দেশের জনপ্রিয় চ্যানেল এনটিভি। রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে ৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার চতুর্থ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।ইউনিলিভারের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর কেএসএম মিনহাজ ‘ক্লোজ আপ ওয়ান ২০১২’-এর আনুষ্ঠনিক ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরো ছিলেন টেলিভিশন পার্টনার এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী।
আনুষ্ঠনিক ঘোষণায় কেএসএম মিনহাজ বলেন, বাংলাদেশে সঙ্গীত প্রতিভা অন্বেষণে ‘ক্লোজ আপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ সবচেয়ে বড় ও স্বীকৃত প্লাটফর্ম। বিগত তিনটি আয়োজনে এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসেছে বেশ কিছু তরুণ সঙ্গীতপ্রতিভা। তিনবছর বিরতির পর আবারও সমগ্র বাংলাদেশকে গানে গানে মাতোয়ারা করে তুলল চতুর্থবারের মতো শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।তিনি সাংবাদিকদের জানান, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আগের তিনটি আয়োজনের মতোই আগ্রহীদের প্রথমে মোবাইলে এসএমএস ও অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে।প্রাথমিক বাছাইয়ের জন্য দেশের ১০টি শহর ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ,রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা ও বরিশালে অডিশন রাউন্ড।তিনি আরো জানান, প্রবাসী বাংলাদেশীরাও ‘ক্লোজআপ ওয়ান’-এ অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রবাসীদের অডিশন অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা,আরব আমিরাত ও অস্ট্রেলিয়ায়। চতুর্থ ক্লোজআপ ওয়ান বিজয়ী এবার পুরস্কার পাবেন নগদ ১০ লাখ টাকা ও একটি ব্র্যান্ড নিউ গাড়ি। প্রথম রানার আপ পাবেন ৫ লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপ পাবেন ৩ লাখ টাকা।এছাড়াও সেরা দশে উঠে আসা প্রত্যেক প্রতিযোগী পাবেন একলাখ টাকা করে পুরস্কার।শিগগিরই দৈনিক পত্রিকা আর এনটিভিতে বিজ্ঞাপনের মাধ্যমে ‘ক্লোজ আপ ওয়ান ২০১২‘তে অংশ নেওয়ার বিস্তারিত নিয়ম ও সময় সুচি জানানো হবে বলে কেএসএম মিনহাজ উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী তার বক্তব্যে ‘ক্লোজ আপ ওয়ান’ সফল করে তোলার জন্য সবার সহযোগিতা চান।তিনি আশা করেন, আগের তিনটি আয়োজনের ধারাবাহিকতায় সারা দেশ জুড়ে এবারও এ প্রতিযোগিতাটি আলোড়ন তুলবে।দেশের সঙ্গীত প্রতিভা অন্বেষণে ২০০৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ‘ক্লোজ আপ ওয়ান’। সেবার আসরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিল্পি নির্বাচিত হন যথাক্রমে নোলক, রাজীব এবং বিউটি। পরের বছর ২০০৬ সালে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সালমা, রানার আপ মুহিত ও দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন নিশিতা। এরপর এক বছর বিরতি দিয়ে ২০০৮ সালে অনুষ্ঠিত হয় প্রতিযোগীতার তৃতীয় আসর। সে আসরে চ্যাম্পিয়য় হন লিজা। প্রথম ও দ্বিতীয় রানার আপ হন যথাক্রমে অপু ও সাজু। এর তিন বছর পর চতুর্থবারের মতো আবারো শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানটি। এবারের আয়োজন আকর্ষণীয় করে তুলতে বেশ কিছু ভিন্নতা যোগ করা হচ্ছে বলে জানা গেছে।
[বিঃদ্রঃ ক্লোজআপ ওয়ান ২০১২ এর ঘোষণা আসার পর থেকে অনেকেই আমাদের ফোন করে জানতে চাচ্ছেন কবে থেকে Closeup 1 registration শুরু হবে ,কিভাবে Close up 1 এর mobile or online registration করতে হবে,কবে থেকে Closeup 1 এর audition শুরু হবে ইত্যাদি ।সবার অবগতির জন্য যাচ্ছে যে ‘ক্লোজ আপ ওয়ান ২০১২‘তে অংশ নেওয়ার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ,বিস্তারিত নিয়মাবলী ও সময় সুচি এখনও চূড়ান্ত করা হয় নি ।তবে ঈদের আগেই রেজিস্ট্রেশনের কার্যক্রম শেষ হবে এবং ঈদের পর বাঁছাই পর্ব (audition round) শুরু হবে ।রেজিঃস্ট্রেশন প্রক্রিয়া ,বিস্তারিত নিয়মাবলী ও সময় সুচি চূড়ান্ত হওয়া মাত্রই আমরা প্রকাশিত করবো এই ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজঃ http://facebook.com/closeupone2012 তে।সেইসাথে বাংলাদেশের প্রতিটি জাতীয় দৈনিক পত্রিকায় ,এনটিভিতে এবং ক্লোজআপ ওয়ানের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া ,বিস্তারিত নিয়মাবলী ও সময় সুচি প্রকাশিত ও প্রচার করা হবে ।]
Wednesday, July 4, 2012
Closeup 1 Theme song:ক্লোজআপ ওয়ানের থিম সংগীত "দেখা হবে বিজয়ে"
"যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবে দেখা
দেখা হবে বিজয়ে ।।"
ক্লোজ আপ ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ এর থিম সংগীত ।জনপ্রিয় এই গানটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে ।
DOWNLOAD CLOSEUP 1 THEME SONG
লিরিক/Lyrics closeup 1 theme song:
Jodi lokkho thake otut
Bisshash ridoye
Hobei hobe dekha
Dekha hobe bijoye
Tmr ase podda meghna
Tmr ase kornofuli jomuna
Hason lalon vatiali bayol gane
pabe Rokter thikana
Tmr ase sobujer majhe lal
Tmr ase ononto akash
sukanto nojrul jibonanonde
Tmi pabei pabe
Ridoyer bisshas
Jodi lokkho thake otut
Bisshash ridoye
Hobei hobe dekha
Dekha hobe bijoye
Onk asha tmr
Onk kolpna
Ridoy ujar kore bondhu
Tolo surer murchona
Gola chere gao bondhu
Ridoy theke tule ek nodi ano
onuvob
Didha shongsoy muche koro
0somvob k somvob
Jodi lokkho thake otut
Bisshash ridoye
Hobei hobe dekha
Dekha hobe bijoye
Buke shasoh rekhe bondhu agay
Obak bangla k dekhiye dao
Tmi paro Tmi paro Badhar deyal
tmi vangte paro
Mon khule gao bondhu
Sopne sopne vore ase tmr
nishshas
Jani tmi pouche jabe
Bijoye ase bisshah
Jodi lokkho thake otut
Bisshash ridoye
Hobei hobe dekha
Dekha hobe bijoye......
যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবে দেখা
দেখা হবে বিজয়ে
তোমার আছে পদ্মা মেঘনা
তোমার আছে কর্নফুলী যমুনা
হাসন লালন ভাটিয়ালী
বাউল গানে পাবে
রক্তের ঠিকানা
তোমার আছে সবুজের মাঝে লাল
তোমার আছে অনন্ত আকাশ
সুকান্ত নজরুল জীবনানন্দে
তুমি পাবেই পাবে
হৃদয়ের বিশ্বাস
অনেক আশা তোমার
অনেক কল্পনা
হৃদয় উজার করে বন্ধু
তোলো সূরের মূর্ছনা
গলা ছেড়ে গাও বন্ধু
হৃদয় থেকে তুলে এক নদী আনো অনুভব
দ্বিধা সংশয় মুছে করো
অসম্ভব কে সম্ভব
বুকে সাহস রেখে বন্ধু আগাও
অবাক বাংলাকে দেখিয়ে দাও
তুমি পারো তুমি পারো
বাঁধার দেয়াল তুমি ভাঙ্গতে পারো
মন খুলে গাও বন্ধু
স্বপ্নে স্বপ্নে ভরে আছে তোমার নিঃশ্বাস
জানি তুমি পৌছে যাবে
বিজয়ে আছে বিশ্বাস
যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবে দেখা
দেখা হবে বিজয়ে ।।।
গানটির মিউজিক ভিডিও দেখুন এখানে
ক্লোজ আপ ওয়ান ২০১২-তোমাকেই খুঁজছে বাংলাদেশ ইন্ট্রো ভিডিও :Closeup 1-2012 INTRO video
Tuesday, July 3, 2012
ক্লোজ আপ ওয়ান ২০১২ ও আমাদের প্রত্যাশা
অনেকটা বিরতি দিয়েই তিন বছর পর বাংলাদেশের সংগীত প্রতিভা খোঁজার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান 'ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ' আবারো শুরু হতে যাচ্ছে ।বাংলাদেশের সাধারণ মানুষ এবং সংগীত অনুরাগীদের জন্য এটি খুবই ভালো সংবাদ ।যদিও এর মধ্যে সংগীত প্রতিভা খোঁজার আরো বেশ কয়েকটি অনুষ্ঠান আমরা পেয়েছি তবুও ক্লোজ আপ ওয়ানকে নিয়ে আমাদের আগ্রহ আবেগ অন্য রকম ।কারণ এদেশে দেশীয় সংগীত বা গানের প্রতি মানুষের আকর্ষন কিংবা আবেগ অনুভূতির জোয়ারটি সর্বপ্রথম এনেছিল ক্লোজ আপ ওয়ানই ।তাই আবারো আসছে ক্লোজ আপ ওয়ান এই সংবাদ শুনে নিজেকে প্রতিযোগীতার জন্য প্রস্তুত করতে
এখুনি গানের চর্চা শুরু করুন ।আর যারা শুধু অনুষ্ঠান দেখার অপেক্ষায় রয়েছেন তারা ধৈর্য নিয়ে অপেহ্মায় থাকুন এবারের ক্লোজ আপ ওয়ানের ।
ক্লোজআপ ওয়ান শুরু হয় ২০০৫ সালে ।বিদেশী অনুষ্ঠানের অনুকরন ছাড়া সম্পূর্ণ নিজস্ব স্টাইলে তৈরি এই অনুষ্ঠানটি এসেই মানুষের মন জয় করে নেয় ।এতটাই জনপ্রিয়তা পায় যে সেইসময় ক্লোজআপ ওয়ান টিভিতে প্রচারের সময় এদেশের সবধরনের মানুষ টিভি সেটের সামনে বসে পড়তো ।তবে ২০০৬ সালে দ্বিতীয়বারের
আয়োজন নিয়ে নানারকম অনিয়মের অভিযোগ করেন বিচারকরা ।প্রথমবারের মতো সাজানো গোছানো ছিল না ২০০৬ সালের ক্লোজ আপ ওয়ান ।বিচারকদের সাথে কর্তৃপক্ষ এবং প্রযোজকের মনোমালিন্যের বিভিন্ন সংবাদ পেপারে লেখালেখি হয় এবং বিচারকরা চুড়ান্ত অনুষ্ঠানে কিছু সময়ের জন্য থেকে উঠে চলে যান ।এরপর ২০০৮ সালে ক্লোজআপ ওয়ানের তৃতীয় আসরে সুপন রায়ের পরিচালনায় একটু ভিন্নতা আসে অনুষ্ঠানটিতে তবে সেইসময় আরো কয়েকটি একই ধরনের সংগীত প্রতিভা খোঁজার অনুষ্ঠান চলতে থাকায় কিছুটা ভাঁটা পড়ে ক্লোজ আপ ওয়ানের সেই জনপ্রিয়তায় ।তাই তিন বছরের এই বিরতি আশা করি ক্লোজ আপ ওয়ানের প্রতি মানুষের আগ্রহ নতুন করে তৈরিতে বেশ কাজে লাগবে ।অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকবে ক্লোজ আপ ওয়ান ২০১২ এর জন্যে ।
শুনলাম সংগীত প্রতিভার রিয়ালিটি শো 'আমেরিকান আইডল' কিংবা 'ইন্ডিয়ান আইডল' এর বাংলাদেশী সংস্করণ 'বাংলাদেশি আইডল' অনুষ্ঠানটিও কিছুদিন পর শুরু হতে যাচ্ছে ।তবে ক্লোজ আপ ওয়ানের পরিচয় শুধু ক্লোজ আপ ওয়ানই ।এটি আমাদের তৈরি রিয়ালিটি শো যাতে সম্পূর্ণ আমাদের নিজস্বতা আছে ।তাই তিন বছর পর আবার শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে হয়তো অনেক পরিবর্তন থাকবে তবে আমরা চাই নতুনত্ব বৈচিত্র এবং সেইসাথে পরিমার্জিত মানসম্পন্ন একটি নতুন ক্লোজ আপ ওয়ান শো।এবারের অনুষ্ঠান পরিচালনায় এবং সেট নির্মাণে চাই ভিন্নতা আধুনিকতা নিজস্বতা এবং রুচিশীলতার ছোঁয়া ।এনটিভি ইউনিলিভার এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের পৃষ্টপোষকতায় শুরু হতে যাওয়া ক্লোজ আপ ওয়ান ২০১২ এর সফলতা ও জনপ্রিয়তা কামনা করছি ।।
ক্লোজ আপ ওয়ানকে নিয়ে আপনার আবেগ অনুভূতি,আশা প্রত্যাশা ,বিচারক হিসেবে কাদের দেখতে চান ইত্যাদি নিয়ে আপনার মন্তব্য নিচে শেয়ার করুন ।
[ক্লোজ আপ ওয়ানের সব খবরাখবর পেতে আমাদের ফেসবুক ফ্যান পেজ লাইক করুন এখানে ।]
Subscribe to:
Posts (Atom)