Pages

Latest Updates From Facebook

Wednesday, August 8, 2012

CLOSEUP 1 2012 registration process:ক্লোজআপ ওয়ান ২০১২ এর রেজিস্ট্রেশন করবেন যেভাবে


স্বপ্ন সাধনা সাহসে
গাও আত্মবিশ্বাসে

গানকে ঘিরে এমন সাধনা আর স্বপ্নচোখে এবার প্রস্তুত হও সাহসের মঞ্চে ।শুরু হয়েছে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২ এর রেজিস্ট্রেশন ।রেজিস্ট্রেশন করো আজই ।।।

রেজিস্ট্রেশন করতে কল কর ০৯ ৬৬৬ ৩৩৩ ১১১ নম্বরে ।
প্রবাসী বাংলাদেশীরা https://apps.facebook.com/closeuponebd এই লিংকে ক্লিক করে একটি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন ।সেটি পূরণ করে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন ।

নিয়মাবলিঃ
-১৬ থেকে ৩০ বছর বয়সী বাংলাদেশী নাগরিকরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে ।
-সমগ্র বাংলাদেশের মোট ১০টি কেন্দ্রে প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে এবং বাছাইকৃত প্রার্থীদের পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত করা হবে ।
-প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ০৯৬৬৬৩৩৩১১১ এই নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে ।রেজিস্ট্রেশনের লাইন ২৪ ঘন্টা চালু থাকবে ।রেজিস্ট্রেশন করার সময় সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম ও জন্মতারিখ,আপনার মোবাইল নম্বর (যেটায় আপনার রেজিস্ট্রেশন নম্বর SMS করে পাঠানো হবে),বর্তমান ঠিকানা এবং কোন কেন্দ্র থেকে অডিশন দিতে চান ইত্যাদি জানতে চাওয়া হবে
-শুধুমাত্র প্রবাসী বাংলাদেশীরা https://apps.facebook.com/closeuponebd এই লিংকে ক্লিক করে একটি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন ।সেটি পূরণ করে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন ।
-প্রয়োজনে অংশগ্রহনকারীকে বয়স এবং নাগরিকত্ব প্রমাণ দিতে হবে ।
-রেজিস্ট্রেশনের সাথে সাথে প্রতিযোগীকে একটি রেজিস্ট্রেশন নম্বর,কেন্দ্রের নাম,তারিখ ও সময় দেয়া হবে ।
-পরবর্তিতে জাতীয় পত্রিকা এবং ফেসবুক পেজের মাধ্যমে কেন্দ্রগুলোর নাম এবং তারিখ ও সময় আবারো জানিয়ে দেয়া হবে ।অডিশন কেন্দ্রে আপনার ফটো সম্বলিত যেকোনো আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে ।
-একজন প্রতিযোগী কেবল একবারই রেজিস্ট্রেশন করতে পারবে ।
-দেশের বিশিষ্ট সংগীত বোদ্ধাদের নিয়ে গঠিত বিচারক প্যানেল শ্রেষ্ঠ প্রতিভাবান প্রতিযোগী বাছাই করবেন ।
-প্রতিভার শ্রেষ্ঠত্ব নির্বাচনের প্রতিটি পর্বে বিচারকদের রায়ই চূড়ান্ত ।
-ইউনিলিভার বাংলাদেশ লিঃ এবং ক্লোজআপ ওয়ান এর সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এই প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে না ।
-যাদের প্রকাশিত এলব্যাম বাজারে রয়েছে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না ।
-রেজিস্ট্রেশন চলবে ২৫ আগস্ট পর্যন্ত ।
-প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট সংখ্যক প্রতিযোগী অংশ নিতে পারবে ।
-ইউনিলিভার বাংলাদেশ লিঃ যে কোনো সময় প্রতিযোগীতার পরিবর্তন পরিবর্ধন এবং বন্ধ ঘোষণা করার অধিকার সংরক্ষণ করে ।


CLOSEUP 1 2012 registration starts.for registration please DIAL 09 666 333 111.
any bangladeshi between 16 to 30 years old can participate.registration will end on 25 august.
Non-resident Bangladeshis can
register by filling up the form in the link given below:

CLICK HERE

ফেসবুকে ক্লোজআপ ওয়ানের খবরাখবর পাবেন
www.facebook.com/closeupone2012 এই পেজে ।

Closeup 1 Tomakei khujse Bangladesh 2012 TV commercial

2 comments:

  1. im almas uddin . so i want to chance in your close up 1 familly
    .pleace sir give me chance in your close 1 familly

    ReplyDelete
  2. sir im almas hasan irad in fulbaria university.now im singing song .so i want to chance in your close up familly.sir pleace give me a chance .pleace give me your chance.

    ReplyDelete