Latest Updates From Facebook
Friday, July 13, 2012
Closeup 1 star liza's 2nd solo LIZA PART-1:এলো ক্লোজআপ ওয়ান তারকা লিজার এলবাম লিজা পার্ট-১
২০০৮ সালের ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন ময়মনসিংহের মেয়ে সানিয়া সুলতানা লিজা’র দ্বিতীয়
একক অডিও অ্যালবাম ‘লিজা পার্ট-১’ এখন বাজারে। জি-সিরিজের ব্যানারে ১২
মে বৃহস্পতিবার লিজার নতুন এ
অ্যালবামটি সারা দেশে প্রকাশ পায়।
লিজার একক এ অ্যালবামে রয়েছে মোট ৯ টি গান।সবগুলো গানের সুর-সঙ্গীতয়োজন করেছেন
কন্ঠশিল্পী ও সঙ্গীতাযোজক তৌসিফ।
দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশ
পাওয়া নিয়ে উচ্ছ্বসিত লিজার বলেন, ‘খুবই ভালো লাগছে। কোন শব্দ বা বাক্যে এ অনুভূতি প্রকাশ করা কঠিন। আমার বিশ্বাস
‘শ্রোতারা এ অ্যালবামটি পছন্দ করবেন। গানের মাধ্যমেই আমি তাদের হৃদয়তন্ত্রিতে গেঁথে থাকতে চাই।’
লিজা আরো জানান, ১৩ মে শুক্রবার তিনি ইতালির
উদ্দেশ্যে দেশ ছাড়বেন। সেখানে প্রবাসী বাঙালিদের আয়োজনে বেশ কয়েকটা অনুষ্ঠানে পারফর্ম
করে এক সপ্তাহের মধ্যেই ফিরবেন দেশে।’
এ অ্যালবামটি প্রকাশের আগেই একটি গানেরtব্যয়বহুল মিউজিক ভিডিওতে অংশ নেন লিজা।
‘নেশা নেশা’ নামের ওই আইটেম গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয় বেইলি রোডের জাতীয়
চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তর ( ডিএফপিতে)।
ফয়সাল রাব্বি কীনের কথায় এ গানটির সুর-সংগীতায়োজন করেন তৌসিফ।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment