Latest Updates From Facebook
Tuesday, July 3, 2012
ক্লোজ আপ ওয়ান ২০১২ ও আমাদের প্রত্যাশা
অনেকটা বিরতি দিয়েই তিন বছর পর বাংলাদেশের সংগীত প্রতিভা খোঁজার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান 'ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ' আবারো শুরু হতে যাচ্ছে ।বাংলাদেশের সাধারণ মানুষ এবং সংগীত অনুরাগীদের জন্য এটি খুবই ভালো সংবাদ ।যদিও এর মধ্যে সংগীত প্রতিভা খোঁজার আরো বেশ কয়েকটি অনুষ্ঠান আমরা পেয়েছি তবুও ক্লোজ আপ ওয়ানকে নিয়ে আমাদের আগ্রহ আবেগ অন্য রকম ।কারণ এদেশে দেশীয় সংগীত বা গানের প্রতি মানুষের আকর্ষন কিংবা আবেগ অনুভূতির জোয়ারটি সর্বপ্রথম এনেছিল ক্লোজ আপ ওয়ানই ।তাই আবারো আসছে ক্লোজ আপ ওয়ান এই সংবাদ শুনে নিজেকে প্রতিযোগীতার জন্য প্রস্তুত করতে
এখুনি গানের চর্চা শুরু করুন ।আর যারা শুধু অনুষ্ঠান দেখার অপেক্ষায় রয়েছেন তারা ধৈর্য নিয়ে অপেহ্মায় থাকুন এবারের ক্লোজ আপ ওয়ানের ।
ক্লোজআপ ওয়ান শুরু হয় ২০০৫ সালে ।বিদেশী অনুষ্ঠানের অনুকরন ছাড়া সম্পূর্ণ নিজস্ব স্টাইলে তৈরি এই অনুষ্ঠানটি এসেই মানুষের মন জয় করে নেয় ।এতটাই জনপ্রিয়তা পায় যে সেইসময় ক্লোজআপ ওয়ান টিভিতে প্রচারের সময় এদেশের সবধরনের মানুষ টিভি সেটের সামনে বসে পড়তো ।তবে ২০০৬ সালে দ্বিতীয়বারের
আয়োজন নিয়ে নানারকম অনিয়মের অভিযোগ করেন বিচারকরা ।প্রথমবারের মতো সাজানো গোছানো ছিল না ২০০৬ সালের ক্লোজ আপ ওয়ান ।বিচারকদের সাথে কর্তৃপক্ষ এবং প্রযোজকের মনোমালিন্যের বিভিন্ন সংবাদ পেপারে লেখালেখি হয় এবং বিচারকরা চুড়ান্ত অনুষ্ঠানে কিছু সময়ের জন্য থেকে উঠে চলে যান ।এরপর ২০০৮ সালে ক্লোজআপ ওয়ানের তৃতীয় আসরে সুপন রায়ের পরিচালনায় একটু ভিন্নতা আসে অনুষ্ঠানটিতে তবে সেইসময় আরো কয়েকটি একই ধরনের সংগীত প্রতিভা খোঁজার অনুষ্ঠান চলতে থাকায় কিছুটা ভাঁটা পড়ে ক্লোজ আপ ওয়ানের সেই জনপ্রিয়তায় ।তাই তিন বছরের এই বিরতি আশা করি ক্লোজ আপ ওয়ানের প্রতি মানুষের আগ্রহ নতুন করে তৈরিতে বেশ কাজে লাগবে ।অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকবে ক্লোজ আপ ওয়ান ২০১২ এর জন্যে ।
শুনলাম সংগীত প্রতিভার রিয়ালিটি শো 'আমেরিকান আইডল' কিংবা 'ইন্ডিয়ান আইডল' এর বাংলাদেশী সংস্করণ 'বাংলাদেশি আইডল' অনুষ্ঠানটিও কিছুদিন পর শুরু হতে যাচ্ছে ।তবে ক্লোজ আপ ওয়ানের পরিচয় শুধু ক্লোজ আপ ওয়ানই ।এটি আমাদের তৈরি রিয়ালিটি শো যাতে সম্পূর্ণ আমাদের নিজস্বতা আছে ।তাই তিন বছর পর আবার শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে হয়তো অনেক পরিবর্তন থাকবে তবে আমরা চাই নতুনত্ব বৈচিত্র এবং সেইসাথে পরিমার্জিত মানসম্পন্ন একটি নতুন ক্লোজ আপ ওয়ান শো।এবারের অনুষ্ঠান পরিচালনায় এবং সেট নির্মাণে চাই ভিন্নতা আধুনিকতা নিজস্বতা এবং রুচিশীলতার ছোঁয়া ।এনটিভি ইউনিলিভার এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের পৃষ্টপোষকতায় শুরু হতে যাওয়া ক্লোজ আপ ওয়ান ২০১২ এর সফলতা ও জনপ্রিয়তা কামনা করছি ।।
ক্লোজ আপ ওয়ানকে নিয়ে আপনার আবেগ অনুভূতি,আশা প্রত্যাশা ,বিচারক হিসেবে কাদের দেখতে চান ইত্যাদি নিয়ে আপনার মন্তব্য নিচে শেয়ার করুন ।
[ক্লোজ আপ ওয়ানের সব খবরাখবর পেতে আমাদের ফেসবুক ফ্যান পেজ লাইক করুন এখানে ।]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment