Pages

Latest Updates From Facebook

Saturday, July 7, 2012

Closeup 1,2012 coming soon on Ntv:ক্লোজ আপ ওয়ান ২০১২ আসছে এনটিভিতে




আনুষ্ঠনিক ঘোষণার মধ্য দিয়ে আবার শুরু হলো দেশ জুড়ে আলোড়ন জাগানো গানের প্রতিযোগিতা ‘ক্লোজ আপ ওয়ান ২০১২- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’(Closeup 1 tomakei khujse bangladesh 2012)।এবারের আয়োজনের রেজিস্ট্রেশন শুরু হবে আসছে ঈদের আগেই এবং ঈদের পর শুরু হবে বাঁচাই পর্ব।ইউনিলিভার (বাংলাদেশ) লিমিটেডের আয়োজনে এই রিয়েলিটি শোর টেলিভিশন পার্টনার হিসেবে রয়েছে বরাবরের মতই দেশের জনপ্রিয় চ্যানেল এনটিভি। রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে ৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার চতুর্থ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।ইউনিলিভারের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর কেএসএম মিনহাজ ‘ক্লোজ আপ ওয়ান ২০১২’-এর আনুষ্ঠনিক ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরো ছিলেন টেলিভিশন পার্টনার এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী।

আনুষ্ঠনিক ঘোষণায় কেএসএম মিনহাজ বলেন, বাংলাদেশে সঙ্গীত প্রতিভা অন্বেষণে ‘ক্লোজ আপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ সবচেয়ে বড় ও স্বীকৃত প্লাটফর্ম। বিগত তিনটি আয়োজনে এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসেছে বেশ কিছু তরুণ সঙ্গীতপ্রতিভা। তিনবছর বিরতির পর আবারও সমগ্র বাংলাদেশকে গানে গানে মাতোয়ারা করে তুলল চতুর্থবারের মতো শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।তিনি সাংবাদিকদের জানান, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আগের তিনটি আয়োজনের মতোই আগ্রহীদের প্রথমে মোবাইলে এসএমএস ও অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে।প্রাথমিক বাছাইয়ের জন্য দেশের ১০টি শহর ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ,রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা ও বরিশালে অডিশন রাউন্ড।তিনি আরো জানান, প্রবাসী বাংলাদেশীরাও ‘ক্লোজআপ ওয়ান’-এ অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রবাসীদের অডিশন অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা,আরব আমিরাত ও অস্ট্রেলিয়ায়। চতুর্থ ক্লোজআপ ওয়ান বিজয়ী এবার পুরস্কার পাবেন নগদ ১০ লাখ টাকা ও একটি ব্র্যান্ড নিউ গাড়ি। প্রথম রানার আপ পাবেন ৫ লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপ পাবেন ৩ লাখ টাকা।এছাড়াও সেরা দশে উঠে আসা প্রত্যেক প্রতিযোগী পাবেন একলাখ টাকা করে পুরস্কার।শিগগিরই দৈনিক পত্রিকা আর এনটিভিতে বিজ্ঞাপনের মাধ্যমে ‘ক্লোজ আপ ওয়ান ২০১২‘তে অংশ নেওয়ার বিস্তারিত নিয়ম ও সময় সুচি জানানো হবে বলে কেএসএম মিনহাজ উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী তার বক্তব্যে ‘ক্লোজ আপ ওয়ান’ সফল করে তোলার জন্য সবার সহযোগিতা চান।তিনি আশা করেন, আগের তিনটি আয়োজনের ধারাবাহিকতায় সারা দেশ জুড়ে এবারও এ প্রতিযোগিতাটি আলোড়ন তুলবে।দেশের সঙ্গীত প্রতিভা অন্বেষণে ২০০৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ‘ক্লোজ আপ ওয়ান’। সেবার আসরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিল্পি নির্বাচিত হন যথাক্রমে নোলক, রাজীব এবং বিউটি। পরের বছর ২০০৬ সালে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সালমা, রানার আপ মুহিত ও দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন নিশিতা। এরপর এক বছর বিরতি দিয়ে ২০০৮ সালে অনুষ্ঠিত হয় প্রতিযোগীতার তৃতীয় আসর। সে আসরে চ্যাম্পিয়য় হন লিজা। প্রথম ও দ্বিতীয় রানার আপ হন যথাক্রমে অপু ও সাজু। এর তিন বছর পর চতুর্থবারের মতো আবারো শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানটি। এবারের আয়োজন আকর্ষণীয় করে তুলতে বেশ কিছু ভিন্নতা যোগ করা হচ্ছে বলে জানা গেছে।

[বিঃদ্রঃ ক্লোজআপ ওয়ান ২০১২ এর ঘোষণা আসার পর থেকে অনেকেই আমাদের ফোন করে জানতে চাচ্ছেন কবে থেকে Closeup 1 registration শুরু হবে ,কিভাবে Close up 1 এর mobile or online registration করতে হবে,কবে থেকে Closeup 1 এর audition শুরু হবে ইত্যাদি ।সবার অবগতির জন্য যাচ্ছে যে ‘ক্লোজ আপ ওয়ান ২০১২‘তে অংশ নেওয়ার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ,বিস্তারিত নিয়মাবলী ও সময় সুচি এখনও চূড়ান্ত করা হয় নি ।তবে ঈদের আগেই রেজিস্ট্রেশনের কার্যক্রম শেষ হবে এবং ঈদের পর বাঁছাই পর্ব (audition round) শুরু হবে ।রেজিঃস্ট্রেশন প্রক্রিয়া ,বিস্তারিত নিয়মাবলী ও সময় সুচি চূড়ান্ত হওয়া মাত্রই আমরা প্রকাশিত করবো এই ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজঃ http://facebook.com/closeupone2012 তে।সেইসাথে বাংলাদেশের প্রতিটি জাতীয় দৈনিক পত্রিকায় ,এনটিভিতে এবং ক্লোজআপ ওয়ানের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া ,বিস্তারিত নিয়মাবলী ও সময় সুচি প্রকাশিত ও প্রচার করা হবে ।]

0 comments:

Post a Comment