Latest Updates From Facebook
Wednesday, July 18, 2012
আবিদ স্মরণে 'তুমি রবে নিরবে' আজ এনটিভিতে
আকাল প্রয়াত কণ্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান খ্যাত মিনা আবিদ শাহরিয়ারের ২৬তম জন্মবার্ষিকী আজ ১৮ জুলাই।আজ এনটিভি শিল্পীর স্মরণে বিশেষ টক শো ‘তুমি রবে নিরবে’ সম্প্রচার
করবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল।অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা।
অনুষ্ঠানটির বিষয়ে মোস্তফা বলেন,‘আবিদ স্মরণে এই অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন অনুপ ভট্টাচার্য্য। তিনিই ক্লোজআপ-এ মাঠপর্যায়ের বিচারক ছিলেন। তিনিই আবিদকে খুঁজে বের করেন। আর পুতুল ছিলেন তার
বন্ধু ও সহশিল্পী।’
তিনি আরও বলেন, এ অনুষ্ঠানে আবিদ সম্পর্কে বলেছেন শিল্পী কুমার বিশ্বজিৎ, সুজিত
মোস্তফা, আবিরের বাবা-মা, ছোট ভাই মিনা বাঁধন শাহরিয়ার, গানের শিক্ষক ও কাছের বন্ধুরাও
কথা বলবেন। এতে ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার আবিদের ফুটেজগুলোও দেখানো হবে।
অনুষ্ঠানটি এনটিভিতে প্রচারিত হবে ১৮ জুলাই রাত ৯ টায়।
ক্লোজআপ ওয়ান তারকা আবিদ গত বছরের ২৯ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতে এক দুর্ঘটনায় মারা যান।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment