Latest Updates From Facebook
Friday, August 17, 2012
আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া
আবারও ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতার বিচারকের আসনে বসছেন। এই প্রতিযোগিতার আয়োজক
কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার তাঁদের বিচারক হওয়ার
বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে আবারও বিচারক হওয়া প্রসঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন,‘এই প্রতিযোগিতায় প্রথম থেকেই স্বচ্ছতা ছিল।
এবারও থাকবে।পাশাপাশি গুণগত মানের দিকে এবার বেশি জোর দেওয়া হবে।’
ফাহমিদা নবী বলেন, ‘প্রতিযোগিতার সঙ্গে আমি একেবারে প্রথম থেকেই আছি। বলা যায়, এই প্রকল্পের সঙ্গে আমার সম্পৃক্ততা পরিবারের
মতো। আমরা বরাবরই চেষ্টা করেছি ভালো মানের
শিল্পীদের তুলে আনার। এবারও
চেষ্টা থাকবে সত্যিকারের প্রতিভাবানদের গানের
জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার।’
তিনি আরও বলেন, বরাবরের মতো এবারও প্রতিযোগীদের ক্ষেত্রে গানের কথা, সুর, গায়কি
এবং অনুভবের দিকে জোর দেওয়া হবে।প্রায় চার বছর বিরতির পর আবার আয়োজন করা হচ্ছে ক্লোজআপ ওয়ান তোমাকেই
খুঁজছে বাংলাদেশ ।।
Subscribe to:
Post Comments (Atom)
i lost my celll phone their was closeup 1 2012 registration number what i have to do.
ReplyDelete