Latest Updates From Facebook
Friday, August 17, 2012
আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া
আবারও ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতার বিচারকের আসনে বসছেন। এই প্রতিযোগিতার আয়োজক
কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার তাঁদের বিচারক হওয়ার
বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে আবারও বিচারক হওয়া প্রসঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন,‘এই প্রতিযোগিতায় প্রথম থেকেই স্বচ্ছতা ছিল।
এবারও থাকবে।পাশাপাশি গুণগত মানের দিকে এবার বেশি জোর দেওয়া হবে।’
ফাহমিদা নবী বলেন, ‘প্রতিযোগিতার সঙ্গে আমি একেবারে প্রথম থেকেই আছি। বলা যায়, এই প্রকল্পের সঙ্গে আমার সম্পৃক্ততা পরিবারের
মতো। আমরা বরাবরই চেষ্টা করেছি ভালো মানের
শিল্পীদের তুলে আনার। এবারও
চেষ্টা থাকবে সত্যিকারের প্রতিভাবানদের গানের
জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার।’
তিনি আরও বলেন, বরাবরের মতো এবারও প্রতিযোগীদের ক্ষেত্রে গানের কথা, সুর, গায়কি
এবং অনুভবের দিকে জোর দেওয়া হবে।প্রায় চার বছর বিরতির পর আবার আয়োজন করা হচ্ছে ক্লোজআপ ওয়ান তোমাকেই
খুঁজছে বাংলাদেশ ।।
Thursday, August 9, 2012
closeup 1 2012 registration process for Non-resident Bangladeshis
Non-resident Bangladeshis can
register by filling up the form in the link given below:
CLICK HERE
প্রবাসী বাংলাদেশীরা নিচের লিংকে ক্লিক করে একটি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন ।সেটি পূরণ করে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন ।
রেজিস্ট্রেশনের জন্য CLICK করুন
Wednesday, August 8, 2012
CLOSEUP 1 2012 registration process:ক্লোজআপ ওয়ান ২০১২ এর রেজিস্ট্রেশন করবেন যেভাবে
স্বপ্ন সাধনা সাহসে
গাও আত্মবিশ্বাসে
গানকে ঘিরে এমন সাধনা আর স্বপ্নচোখে এবার প্রস্তুত হও সাহসের মঞ্চে ।শুরু হয়েছে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২ এর রেজিস্ট্রেশন ।রেজিস্ট্রেশন করো আজই ।।।
রেজিস্ট্রেশন করতে কল কর ০৯ ৬৬৬ ৩৩৩ ১১১ নম্বরে ।
প্রবাসী বাংলাদেশীরা https://apps.facebook.com/closeuponebd এই লিংকে ক্লিক করে একটি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন ।সেটি পূরণ করে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন ।
নিয়মাবলিঃ
-১৬ থেকে ৩০ বছর বয়সী বাংলাদেশী নাগরিকরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে ।
-সমগ্র বাংলাদেশের মোট ১০টি কেন্দ্রে প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে এবং বাছাইকৃত প্রার্থীদের পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত করা হবে ।
-প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ০৯৬৬৬৩৩৩১১১ এই নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে ।রেজিস্ট্রেশনের লাইন ২৪ ঘন্টা চালু থাকবে ।রেজিস্ট্রেশন করার সময় সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম ও জন্মতারিখ,আপনার মোবাইল নম্বর (যেটায় আপনার রেজিস্ট্রেশন নম্বর SMS করে পাঠানো হবে),বর্তমান ঠিকানা এবং কোন কেন্দ্র থেকে অডিশন দিতে চান ইত্যাদি জানতে চাওয়া হবে
-শুধুমাত্র প্রবাসী বাংলাদেশীরা https://apps.facebook.com/closeuponebd এই লিংকে ক্লিক করে একটি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন ।সেটি পূরণ করে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন ।
-প্রয়োজনে অংশগ্রহনকারীকে বয়স এবং নাগরিকত্ব প্রমাণ দিতে হবে ।
-রেজিস্ট্রেশনের সাথে সাথে প্রতিযোগীকে একটি রেজিস্ট্রেশন নম্বর,কেন্দ্রের নাম,তারিখ ও সময় দেয়া হবে ।
-পরবর্তিতে জাতীয় পত্রিকা এবং ফেসবুক পেজের মাধ্যমে কেন্দ্রগুলোর নাম এবং তারিখ ও সময় আবারো জানিয়ে দেয়া হবে ।অডিশন কেন্দ্রে আপনার ফটো সম্বলিত যেকোনো আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে ।
-একজন প্রতিযোগী কেবল একবারই রেজিস্ট্রেশন করতে পারবে ।
-দেশের বিশিষ্ট সংগীত বোদ্ধাদের নিয়ে গঠিত বিচারক প্যানেল শ্রেষ্ঠ প্রতিভাবান প্রতিযোগী বাছাই করবেন ।
-প্রতিভার শ্রেষ্ঠত্ব নির্বাচনের প্রতিটি পর্বে বিচারকদের রায়ই চূড়ান্ত ।
-ইউনিলিভার বাংলাদেশ লিঃ এবং ক্লোজআপ ওয়ান এর সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এই প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে না ।
-যাদের প্রকাশিত এলব্যাম বাজারে রয়েছে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না ।
-রেজিস্ট্রেশন চলবে ২৫ আগস্ট পর্যন্ত ।
-প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট সংখ্যক প্রতিযোগী অংশ নিতে পারবে ।
-ইউনিলিভার বাংলাদেশ লিঃ যে কোনো সময় প্রতিযোগীতার পরিবর্তন পরিবর্ধন এবং বন্ধ ঘোষণা করার অধিকার সংরক্ষণ করে ।
CLOSEUP 1 2012 registration starts.for registration please DIAL 09 666 333 111.
any bangladeshi between 16 to 30 years old can participate.registration will end on 25 august.
Non-resident Bangladeshis can
register by filling up the form in the link given below:
CLICK HERE
ফেসবুকে ক্লোজআপ ওয়ানের খবরাখবর পাবেন
www.facebook.com/closeupone2012 এই পেজে ।
Closeup 1 Tomakei khujse Bangladesh 2012 TV commercial
CLOSEUP 1 2012 Terms & Conditions
Terms & Conditions of CLOSEUP 1 2012:
Terms and Conditions for
Resident Bangladeshi
Participants:
01. Any Bangladeshi between 16-30
yrs can participate in this competition.
02. Primary selection will be held in 10 locations across Bangladesh and the selected participants will be invited to Dhaka for the next
set of rounds.
03. To participate in the competition,
registration should be done through call center by dialing 09666333111.
04. The participants will be given a code no, center name,time & date at registration.
05. One participant can register only
once. If anyone is found not abiding by this rule will be
disqualified.
06. Date & audition center for Primary Round will be published in National Dailies and Closeup1 facebook page www.facebook.com/closeupbangladesh
and www.facebook.com/closeupone2012
07. Proof of age and Citizenship(Educational certificate, passport
etc) has to be submitted if required.
08. At every selection stage, judges' decision will be considered as
final.
09. Any employee of Unilever Bangladesh Ltd. or any associate
of Close Up1 will not be able to participate in this competition.
10. Singers with published (released)
album cannot participate in this
competition.
11.Closeup 1 top ten contestants of
Closeup 1 2005
2006 and 2008 cannot participate in this
competition.
12. Last date of registration is 25
august 2012.
13. Registration is limited for each center, so hurry up!
14. The organizer reserves the right
to change, modify or end the competition without assigning
any reason whatsoever and
without any prior notice.
Terms and Conditions for Non- resident Bangladeshi Participants:
01. Any Bangladeshi between 16-30 yrs can participate in this
campaign.
02. Primary selection will be held in 5 locations: New York City, USA;London, UK; Toronto, Canada ; Dubai, UAE and Australia.
03. To participate in the competition,
registration should be done through Online/website(www.facebook.com/closeupbangladesh) only.
04. Proof of age and Citizenship (Educational certificate, passport
etc) has to be submitted if required.
05. The participants will be given a code no. at registration.
06. One participant can register only once. If anyone is found not
abiding by this rule will be disqualified.
07. Date and the venue details will be
communicated to you in due time through e-mail.
08. A panel of judges (consisting of
renowned music personalities of
the country) will select the best
talents.
09. At every selection stage, judges’
decision will be considered as
final.
10. Any employee of Unilever
Bangladesh Ltd or any associate
of Close Up1 will not be able to
participate in this campaign.
11. Singers with published (released)
album cannot participate in this
campaign.
12. Last date of registration is 25 August 2012.
13. Registration is limited for each
center.
14. The organizer reserves the right
to change, modify or end the
campaign without assigning any
reason whatsoever and without
any prior notice.
15. If selected, aspiring candidates
will be asked to come to Bangladesh to take part in the next rounds. The candidate shall have to make his/her own
traveling arrangements.